প্রতিবন্ধীর ভ্যান চুরি আয়ের পথ হারিয়ে দিশেহারা পরিবার
মোঃ আকরাম হোসেন
২০ বছর বয়সী কাউছার। জন্মগতভাবেই সে প্রতিবন্ধী। মা-কে নিয়ে তার সংসার। ভ্যানগাড়ি চালিয়েই সংসার চালান তিনি। কিন্তু আয়ের একমাত্র সম্বলটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
প্রতিবন্ধী কাউছার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ফারাকপুর এলাকার মৃত আকবর আলীর ছেলে।
গত শনিবার (২৫ মে ) আল্লারদর্গা থেকে দুই জন দৌলতপুর যাওয়ার পথে তার ভ্যান গাড়িটি প্রতারক চক্র মেরে ছিনিয়ে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। কাউছার বলেন আমি প্রতিবন্ধী। ঠিকভাবে হাঁটাচলা করতে পারি না।শেষ সম্বলটুকু চুরি হয়ে যাওয়ায় আমি এখন নিঃস্ব। তার মা বলেন ছেলে কষ্ট করে আমাদের খাবার যোগান দিত।
যদি কেউ সাহায্য ও সহযোগিতা করেন কমেন্টে জানাবেন
যোগাযোগ মোঃ কাউছার পিতা মৃত আকবর আলি গ্রাম ফারাকপুর, মথুরাপুর ইউনিয়ন, দৌলতপুর, কুষ্টিয়া।