শনিবার | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

প্রবাসীদের সহযোগিতায় ঘর পেল গাংনীর তিন অন্ধ প্রতিবন্ধী

গাংনী প্রতিনিধি

প্রবাসীদের সহযোগিতায় ঘর পেল গাংনীর তিন অন্ধ প্রতিবন্ধী

ফাইল ফটো ০৭/০৯/২০২০

প্রবাসীদের  সহযোগিতায় বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ঘর পেল মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের অন্ধ তিন প্রতিবন্ধী।


ভাগ্যের কি নির্মম পরিহাস সংসারের চার জন সদস্য তার মধ্যে তিনজনই অন্ধ প্রতিবন্ধী। অভাব অনটনের মধ্যেই তাদের জীবনের পথচলা।বিভিন্ন গণমাধ্যমে যখন ছড়িয়ে পড়ে তাদের এই অসহায়ত্বের কথা তখন তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় প্রবাসী ও গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের ঝোড়াঘাট গ্রামের বিশ্বস্ত স্বাস্থ্যসেবী সংস্থা। সংসারের একমাত্র আয়ের উৎস স্বামী শাহিন হোসেন। স্বামী ছাড়া পরিবারের তিনজনই অন্ধ প্রতিবন্ধী,স্ত্রী পারেছা খাতুন,বড় ছেলে পারভেজ(৪), ছোট ছেলে শাওন(২)।

সংগঠনের সভাপতি ইউসুফ আলী বলেন, আজ আমরা অনেক আনন্দিত। আমরা একটি অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি। আর এটা সম্ভব হয়েছে আমাদের পরিশ্রম ও প্রবাসী ভাইদের জন্য, তাদের সহযোগিতায় আমরা এখানে একটি খাড়া টিন শেডের ঘর এই প্রতিবন্ধীদের হস্তান্তর করলাম। আমাদের এই ঘরটা নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় ৫৩ হাজার টাকা। আমাদের এই সংগঠনে কাজ করছে ৫৪জন যুবক, যাদের নিরলস পরিশ্রম আমাদের দিনদিন সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আরও একটি ঘরের কাজ হাতে নিয়েছি ইনশাল্লাহ সেই ঘরটিও অসহায় পরিবারের হাতে হস্তান্তর করবো। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

সহ-সভাপতি তরিকুল ইসলাম বলেন, আমরা এই অসহায় পরিবারের কথা শুনে আমরা প্রবাসী ভাইদের জানালে তারা আমাদের সহযোগিতা করে।আমাদের সংস্থা ও প্রবাসী ভাইদের সহযোগিতায় ঘরটি নির্মাণ করে তাদের হাতে তুলে দিতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত।
এছাড়াও আমরা ছয়টি অসহায় পরিবারের প্রতি মাসে যে বিদ্যুৎ বিল আসে তা পরিশোধ করি। রাতের আধারে মানুষের চলাচলের সুবিধার জন্য রাস্তায় এনার্জি লাইট বসানো হয়েছে।এছাড়াও এতিম, অসহায়, নিপীড়িত, নির্যাতিত ও অনাহারে দিন কাটাচ্ছে যে সকল পরিবার তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।
এতিম অসহায় শিশু যারা লেখাপড়া করতে পারে না তাদের বিনা পয়সায় প্রাইভেট পড়ানোর ব্যবস্থা করছি।


স্থানীয়রা বলেন, আমাদের উচিত ছিল এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো কিন্তু আমরা সেভাবে দাঁড়াতে পারিনি। আমরা ধন্যবাদ জানাই এই সংগঠন ও প্রবাসী ভাইদের প্রতি যাদের সহযোগিতায় বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থা উদ্যোগ গ্রহণ করে প্রতিবন্ধী পরিবারটির দিকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এভাবেই প্রত্যেকটা মানুষের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

এসময় উপস্থিত ছিলেন,রনক, দিপু, হৃদয়, সুমন, রুবেল, তুহিন, হাসিবুল, তুষার, শাহ আলম,আকাশ হাসানসহ সংস্থার সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমানুর রহমান। (ইমাম পশ্চিম পাড়া জামে মসজিদ ঝোড়াঘাট)


Facebook Comments Box

Posted ৯:২২ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!