শনিবার | ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কুষ্টিয়ায় অবৈধ কারখানায় তৈরি হচ্ছে অবৈধযান

চাঁদ আলী, কুষ্টিয়া।

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কুষ্টিয়ায় অবৈধ কারখানায় তৈরি হচ্ছে অবৈধযান

কুষ্টিয়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গড়ে উঠেছে অবৈধ যান নসিমন-করিমন তৈরির কারখানা। এই কারখানায় দেশীয় লোহা-লক্কর ব্যবহার করে অবাধে তৈরি হচ্ছে নসিমন-করিমন।


সরেজমিন ঘুরে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার অন্তর্গত বিত্তিপাড়া বাজার, এলাকায় একাধিক ওয়ার্কশপে দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছে নসিমন-করিমন, আলমসাধু আগলামন ও ট্রলিসহ অন্যান্য যানবাহন। মোটরযান আইন ও স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙুলি দেখিয়ে অবাধে প্রস্তুত করা হচ্ছে জনজীবনের জন্য চরম হুমকি ও ঝুঁকিপূর্ণ যানবাহন। মোটরযান আইনে স্থানীয়ভাবে তৈরি এসব যানবাহনের কোনো বৈধতা নেই।

লোহার এঙ্গেল ও অন্যান্য সামগ্রী ব্যবহারে চেসিসসহ তৈরিকৃত এ যানবাহন মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ যানবাহনের ব্রেক সিস্টেম ও ইঞ্জিনের গতি তাৎক্ষণিক কমানোর যান্ত্রিক পদ্ধতিও ত্রুটিপূর্ণ। সেচকাজে ব্যবহার্য ডিজেলচালিত শ্যালো মেশিন সংযুক্ত বেপরোয়া গতির এ যানবাহন অহরহ ঘটাচ্ছে দুর্ঘটনা। অপ্রাপ্তবয়স্ক কিংবা অদক্ষ চালকরাই এসব যানবাহনে যাত্রী পরিবহন, ইট, কাঠ, পাথর, বালু, রড-সিমেন্ট ও অন্যান্য মামলামালসহ সড়ক-মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে।

দেড় থেকে আড়াই টন পর্যন্ত ধারণ ক্ষমতাসম্পন্ন এসব যানবাহনের চালকের লাইসেন্স কিংবা গাড়ি চালকের নেই কোনো দক্ষতা ও প্রশিক্ষণ। কুষ্টিয়া সদর উপজেলার অন্তর্গত বিত্তিপাড়া বাজারের বিভিন্ন ওয়ার্কশপে প্রতিমাসে ৫০ থেকে ৬০টি নসিমন-করিমন তৈরি হচ্ছে। উজ্জলের সাথে কথা হলে তিনি বলেন আমি নসিমন-করিমন তৈরি করি তিন বছর যাবত। উজ্জল আরো জানান, যানবাহন তৈরিতে সরকারি স্বীকৃতি না থাকলেও কৃষিপণ্য সরবরাহের সুবিধার্থে তিনি দীর্ঘ ৩-৪ বছর ধরে নছিমন-করিমন গাড়ি প্রস্তুত করে আসছি।


Facebook Comments Box


Posted ১:৪৫ পূর্বাহ্ণ | বুধবার, ০২ ডিসেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!