মোঃ সজল বিশ্বাস
কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলামের দিকনির্দেশনায় দৌলতপুরের প্রাগপুর সরকারি
প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে আজ শনিবার সকাল ১০ টার সময় প্রাগপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন বাজারে ২ হাজার মাস্ক এবং ২ হাজার সাবান বিতরণ করা হয় এবং জনসচেতনামূলক দিকনির্দেশনা দেওয়া হয় ।
এ সময়ে মাস্ক ও সাবান বিতরণ কার্যক্রম বাস্তবায়ন কমিটির মোঃ শাহাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুজ্জামান (মুকুল) সরকার, তাহাজ মেম্বার, সিদ্দিক মেম্বার, কার্যক্রম বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে মোঃ রবিউল ইসলাম,মোঃ আহাদ আলি,মকলেচুর রহমান,
আবু সুফি মোঃ মুসা,মিজানুর রহমান সহ আরো অনেকেই। এসময়ে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে চলাচল না করার আহ্বান জানান ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার পরামর্শ দেওয়া হয়। এবং বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
Posted ৯:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১
protidinerkushtia.com | editor