বুধবার | ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

প্লে স্টোর থেকে ২৯ বিপজ্জনক অ্যাপ মুছে দিল গুগল!

প্লে স্টোর থেকে ২৯ বিপজ্জনক অ্যাপ মুছে দিল গুগল!
  • প্লে স্টোর থেকে ২৯ বিপজ্জনক অ্যাপ মুছে দিল গুগল!
    তথ্য হাতিয়ে নিতে পারে এমন ২৯ টি বিপজ্জনক অ্যাপ ‘প্লে স্টোর’ থেকে মুছে ফেলল গুগল। ‘হোয়াইট অপ্স সাতোরি’ নামের একটি প্রতিষ্ঠানের তদন্তে তথ্যচুরির বিষয়টি উঠে আসলে গুগল অ্যাপগুলো রিমুভ করে।

জানা গেছে, ‘প্লে স্টোর’ থেকে মুছে ফেলা এই অ্যাপগুলো মূলত ফটো এডিটিং অ্যাপ। এ গুলোতে ‘অ্যাড ওয়্যার’ থাকায় তা অনায়াসেই স্মার্টফোনের ক্ষতি করতে সক্ষম। কারণ, এই ২৯টি অ্যাপেই রয়েছে ‘ব্লার’ অপশন। সাইবার বিশেষজ্ঞদের মতে, এটাই স্মার্টফোনের তথ্য হাতানোর মূল হাতিয়ার। তাই এই ২৯টি বিপজ্জনক অ্যাপ প্লে স্টোর থেকে ইতিমধ্যেই মুছে ফেলেছে গুগল।
তবে চিন্তার বিষয় হল, এ পর্যন্ত প্রায় ৩৫ লাখ মানুষ এই ২৯টি বিপজ্জনক অ্যাপ ডাউনলোড করে ফেলেছেন নিজেদের মোবাইলে। সাইবার বিশেষজ্ঞদের মতে, এই অ্যাপগুলো ডাউনলোড হওয়ার পর অনেক সময় স্ক্রিনে সেগুলোর আইকন খুঁজে পাওয়া যায় না। ‘প্লে স্টোর’ এ গিয়েও এগুলো ওপেন করা যায় না। এই অ্যাপগুলো স্মার্টফোনে হঠাৎ হঠাৎ বিজ্ঞাপন ফুটিয়ে তোলে। এই অ্যাপগুলোর জন্য কখনও কখনও নিজে থেকেই আনলক হয়ে যায় স্মার্টফোন, মোবাইলের ইন্টারনেট ডেটা বন্ধ হয়ে চালু হয়ে যেতে পারে ওয়াই-ফাই। ফোনের অন্যান্য প্রয়োজনীয় অ্যাপকেও আনইনস্টল করে দিতে পারে।


‘প্লে স্টোর’ থেকে মুছে ফেলা এই অ্যাপগুলোর তালিকায় রয়েছে, ব্লার ফটো এডিটর, সুপার কল ফ্ল্যাশ, ব্লার ইমেজ, ইজি ব্লার, ইমেজ ব্লার, অটো পিকচার কাট, ম্যাজিক কল ফ্ল্যাশ, স্কোয়্যাল ব্লার মাস্টার-সহ বেশ কিছু ফটো অ্যাপ। এই অ্যাপগুলির প্রসঙ্গে বিশেষজ্ঞদের পরামর্শ হল, এগুলো ইতিমধ্যে ডাউনলোড করা হয়ে গিয়ে থাকলে তা আনইনস্টল করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ! ভবিষ্যতে কোনও অ্যাপ ডাউনলোডের আগে সেটির রিভিউ অবশ্যই ভাল করে দেখে নেওয়া জরুরি।

Facebook Comments Box


Posted ৮:৫১ পূর্বাহ্ণ | রবিবার, ০২ আগস্ট ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(795 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!