ফিলিপনগর ইউপি নির্বাচনে ৬ নং ওয়ার্ডে মেম্বর হিসেবে পুনরায় জনপ্রিয়তার শীর্ষে মোঃ আমিনুল ইসলাম আন্টু
কাছের মানুষ, প্রাণের মানুষ, সুখে-দুখে, রাত-বিরেতে, ঝড়-বৃষ্টির মধ্যেও, রোদ-গরম উপেক্ষা করে, ছুটে আসে এক ডাকে! অসুখ-বিসুখ হলে কারও ছুটে আসে বারে-বার। এমন মানুষ কে ভুলে যাবো ভাবনার জগতে আসেনি কখনো। একথা আমার নয়, একথা ফিলিপনগর ৬ নং ওয়ার্ডের জনতা। যিনি নারী-পুরুষের ভালোবাসার বাঁধনে রয়েছে ১৯ বছর ধরে।
আবারও সেবায় নিয়োজিত রাখতে, জোট বেধেছে তিন নং ওয়ার্ডের সকল শ্রেনীপেশার জনগোষ্ঠী।
এবারের ফিলিপরগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী এবং দু’বারের সফল জনপ্রিয় মেম্বার মোঃ আমিনুল ইসলাম আন্টু প্রচার প্রচারণা পুরোদমে চালিয়ে যাচ্ছেন। মোঃ আমিনুল ইসলাম আন্টু অবশিষ্ট কাজগুলো সমাপ্ত করতে চাই।
Posted ১:৫৫ অপরাহ্ণ | রবিবার, ২৪ জানুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor