নুরআলম নাহিদ কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর মেকলির খন্দকার পাড়া, পশ্চিম ধনিরাম ও চর এলাকার বন্যায় ধরলা নদীর ভাঙ্গনে কবলে পড়ে ভিটেমাটি হারা ১২৫ টি পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত জরুরী ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার ১৬ আগস্ট দুপুরে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলার বড়ভিটা ইউনিয়নে চর মেকলি এলাকায় ১২৫ টি মাঝে ২০ কেজি করে জি আর চাল, ১কেজি ডাল, ১কেজি লবন বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন,বড়ভিটা ইউপি চেয়ারম্যান খয়বর আলী মিয়া, ইউপি সদস্য আবদুল হামিদসহ আর অনেকে।
Posted ১০:১১ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque