হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার :মঙ্গলবার ২৮ জুলাই বরিশাল রেঞ্জাধীন ০৬টি জেলায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ মহোদয় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
ডিআইজি মহোদয় বরিশাল পুলিশ লাইন্স ও ঝালকাঠি পুলিশ লাইন্সে ঔষধি ও ফলজ বৃক্ষ রোপন করেন। তার নির্দেশনায় বরিশাল রেঞ্জাধীন অন্যান্য জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে।
উল্লেখ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ডিআইজি মহোদয়ের নির্দেশনায় বরিশাল রেঞ্জাধীন ০৬টি জেলায় পর্যায়ক্রমে দশ সহস্রাধিক ঔষধি ও ফলজ বৃক্ষরোপণ করা হবে।
Posted ১:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor