সোমবার | ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

বঙ্গবন্ধু বিশ্বের মুক্তিকামী মানুষের রাজনৈতিক আদর্শ !! আলহাজ্ব আমজাদ আলী খান

মেজবা উদ্দিন পলাশ, কুষ্টিয়া।

বঙ্গবন্ধু বিশ্বের মুক্তিকামী মানুষের রাজনৈতিক আদর্শ !! আলহাজ্ব আমজাদ আলী খান

কুষ্টিয়া জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ আলী খান বলেছেন,বঙ্গবন্ধু শুধুমাত্র বাংলা ও বাঙালিদের নিয়ে ভাবতেন না। তাঁর সারা জীবনের সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে এটাই আজ প্রমাণিত।


তিনি ছিলেন সারা বিশ্বের মুক্তিকামী সকল ধর্ম, বর্ণ ও গোত্রের রাজনৈতিক আদর্শ এবং প্রেরণার উৎস। শোষকের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বঙ্গবন্ধু। যেখানেই মানুষের ওপর অত্যাচার ও নিপীড়ন হয়েছে সেখানেই পোঁছে গেছেন বঙ্গবন্ধুর হুংকার। তেমনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাঁর অসমাপ্ত কাজ করে সম্পন্ন করে চলছেন।

গতকাল বিকেল ৫টায় কুষ্টিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডে কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিকলীগের মাসব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ১৫আগস্ট উদযাপন কমিটির পৌরসভার ১ নং ওয়ার্ডের আহবায়ক মুক্তিযোদ্ধা শামসুল বাড়ির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ আলী খান, জেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান, জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মেহেরুন্নেসা বিউটি, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান,পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম, শহর শ্রমিকলীগের সভাপতি দেওয়ান মাসুদুর রহমান স্বপন, রাজু আহমেদ, কামাল চৌধুরী প্রমুখসহ জেলা জাতীয় শ্রমিকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কয়েক হাজার মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।


 

Facebook Comments Box


Posted ৩:০৪ অপরাহ্ণ | রবিবার, ৩০ আগস্ট ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!