বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কিংবদন্তির নাম : অনিক আহসান
অনিক আহসান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কিংবদন্তির নাম। ছাত্র অবস্থায় কলকাতায় ইসলামিয়া কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিব সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৪৩ সালের দুর্ভিক্ষ ও ১৯৪৬ সালে কলকাতায় দাঙ্গা ছড়িয়ে পড়লে তরুণ শেখ মুজিব সহপাঠী -সহকর্মীদের নিয়ে জীবনবাজি রেখে উপদ্রুত এলাকায় আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করেন।
দেশ-বিভাগের পর কলকাতা থেকে ফিরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সদ্য স্বাধীন পাকিস্তানের শাসকগোষ্ঠীর পূর্ব বাংলার প্রতি বিমাতামূলভ আচরণ তাকে আহত করে। বুধবার (১৭ মার্চ) ‘মুজিববর্ষ’ উপলক্ষে অনিক আহসান এই সব কথা বলেন।
অনিক আহসান বলেন, ‘স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে আমি বাংলাদেশের সকল নাগরিক সহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
অনিক আহসান
সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম বোট।
Posted ২:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor