করোনা বিজয়ী পুলিশ যোদ্ধাদের তৃতীয়বারের মতো সংবর্ধনা দিলেন বিএমপি কমিশনার। বুধবার সকাল ১০টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে লাইনসের ড্রিল শেডে করোনা বিজয়ী ৭৪ পুলিশ সদস্যকে কাজে যোগদানের পূর্বে সংবর্ধনা দেয়া হয়।
শৃঙ্খলার সঙ্গে দুর্নীতিমুক্ত মানবিক হয়ে কাজে যোগদানের আহ্বান জানানো হয় তাদের।
করোনা যুদ্ধে বিজয়ী বন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদারসহ বিজয়ী পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
পুলিশ কমিশনার বলেন, মুজিব বর্ষে বাংলাদেশ পুলিশের যে অঙ্গীকার ছিল, করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে আমরা আমাদের সেই লক্ষ্য অনেকটাই এগিয়ে নিয়েছি।
তিনি বলেন, তোমরা যারা করোনা যুদ্ধে বিজয়ী হয়ে এসেছ, তাদের কাছে আমার আহ্বান থাকবে- করোনার সময়ে তোমাদের যে অভিজ্ঞতা হয়েছে সেটা সবার সঙ্গে শেয়ার করবে। করোনা যুদ্ধে যারা বিজয়ী হয়েছে তাদের দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে।
ফোর্স অ্যান্ড ট্রাফিকের সহকারী পুলিশ কমিশনার মো. মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার সদর দফতর আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. মনজুর রহমান, বিভাগীয় প্রধান ডা. জগদীশ মিস্ত্রি।
উল্লেখ্য, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সর্বমোট ২৪৫ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে কাজে ফিরেছেন ২০৯ জন।
Posted ৫:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor