নিজস্ব প্রতিনিধি, প্রতিদিনের কুষ্টিয়া
কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম ও মিরপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মরহুম রাব্বি সুমনের স্নেহ ও আস্থাভাজন, কুষ্টিয়া জেলা যুবলীগ নেতা শরিফুল ইসলাম (শুভ) এক শুভেচ্ছা বার্তায় বলেন ২ নং বহল বাড়িয়া ইউনিয়নের সর্বস্থরের জনগণ কে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক ।
দীর্ঘ ১ মাস (৩০)দিন সিয়াম সাধনার শেষে আমাদের মাঝে ঈদের আনন্দ এসেছে,এই আনন্দ যেন সারা বছর শেষ না হয়। এই কামনা করি মহান সৃষ্টি কর্তার কাছে (আমীন)।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ঈদ মুসলমানদের জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ। আমাদের জাতীয় জীবনেও ঈদুল ফিতরের গুরুত্ব অপরিসীম। ঈদের উৎসবে মুসলিম উম্মাহ শোষণ ও বঞ্চনামুক্ত বিশ্ব গড়ার দৃঢ় প্রত্যয় গ্রহণ করে। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে দেশের দুঃস্থ, দরিদ্র ও সঙ্গতিহীন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান মানুষরা ঈদের আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন ।
আরও বলেন, বিশ্বব্যাপী প্রাণঘাতি ভাইরাস কোভিড-১৯ বা করোনার ভয়াবহ সংক্রমণে মানুষ যখন দিশেহারা ঠিক সেই মুহূর্তে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। এমতাবস্থায় আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বহল বাড়িয়া ইউনিয়ন বাসীসহ সবার প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।
সেইসাথে ঈদের সালাত আদায় ও ঈদ উদযাপনে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নির্দেশিকা মেনে চলার জন্য সকলকে আহবান জানান।
Posted ১:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)