এনামুল হক ইমন কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে বাঁকী না দেয়ায় দোকান মালিককে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামে শনিবার সকালে এই ঘটনা ঘটে। আহত দোকান মালিক একই গ্রামের নুর আলী শেখের ছেলে আনারুল শেখ।
আহত দোকান মালিক আনারুল জানান, গত কয়েকদিন আগে জবাই প্রামাণিক তার দোকানে বাঁকীতে পণ্য ক্রয় করতে আসলে তিনি দিতে রাজি হননি। ঐদিনই বিকেলে জবাই প্রামাণিকের ছেলে সাইদ, সাবেক চেয়ারম্যান কালামের ছেলে ফারুখ ও টুটুল দোকানে এসে ভাংচুর করে এবং দোকান খুলতে নিষেধ করে। পরবর্তীতে স্থানীয়ভাবে বসে মিমাংসা করা হয় এবং আনারুল পুনরায় দোকান খুলে ব্যবসা করতে থাকে। মিমাংসা হবার পরও শনিবার দোকানের মাল কিনতে যাবার সময় সাইদ, ফারুখ, টুটুল ও জুয়েল তার পথ রোধ করে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে ফেলে রেখে বীরদর্পে চলে যায়। বর্তমানে তিনি কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। থানায় অভিযোগ দিলে এলাকা ছাড়া করার হুমকী দিয়েছে কালাম চেয়ারম্যান ও জবাই প্রামাণিকের ভাই রশিদ মেম্বার বলে জানান তিনি।
Posted ১০:২৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ জুলাই ২০২১
protidinerkushtia.com | editor