বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি পক্ষ থেকে সারা দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও দৈনিক বাংলাদেশ সমাচার নোয়াখালী প্রতিনিধি মুজাক্কিরকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ।
আজ ৪ মার্চ ২০২১ জাতীয় প্রেসক্লাবের সামনে সারা দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও দৈনিক বাংলাদেশ সমাচার নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরকে নৃশংসভাবে হত্যা সহ পটুয়াখালী বাউফলে বিইউজেএস এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাহিদ সিকদারকে নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি পক্ষ থেকে প্রতিবাদ সহ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শরিফ শাকি, আইন উপদেষ্টা বিইউজেএস।
সমাবেশে বক্তব্য রাখেন এম এ মমিন আনসারী চেয়ারম্যান বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি, আজগর আলী মানিক সিটিজি টিভি চেয়ারম্যান জাতীয় সাংবাদিক সংস্থা ভাইস চেয়ারম্যান,
মোঃ আবুল কালাম মিয়া দৈনিক অনন্যা বার্তা সিনিয়র স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি ভাইস চেয়ারম্যান, মোহাঃ শাহ আলম রেজা দৈনিক বাংলাদেশ সমাচার খুলনা বিভাগের বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (১) জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সচিব, মুহাম্মাদ ওয়াহিদুন নবী বিপ্লব বিইউজেএস সাংগঠনিক সম্পাদক, পাথর আহম্মেদ বিইউজেএস অর্থ বিষয়ক সম্পাদক, হোসনে আরা হীরা বিইউজেএস মহিলা বিষয়ক সম্পাদক, কাজী আশরাফুল আলম শ্রম বিষয়ক সম্পাদক বিইউজেএস ও তারেক সালমান দপ্তর সম্পাদক বিইউজেএস সহ আরো অনেকে।
বক্তৃতারা তাদের বক্তব্য বলেন দেশে আইসিটি আইন বাতিল করতে হবে সেই সাথে আরো বলেন বঙ্গবন্ধু বলেছিলেন সাংবাদিকদের বিচার কার্যকর হবে প্রেস কাউন্সিলর মাধ্যমে অচিরেই তা বাস্তবায়ন করা হোক, আর সারা দেশব্যাপী সাংবাদিক নির্যাতন যদি বন্ধ না করা হয় তাহলে আগামী কঠোর কর্মসূচি পালন করা হবে।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সার্বিক তত্তাবধানে ছিলেন বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব ও জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সচিব বি এম আশিক হাসান।
Posted ১১:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor