সামরুজ্জামান সামুন কুষ্টিয়া।
কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া দবির মোল্লার রেলগেট এলাকায় কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে বাউল সম্রাট ফকির লালন শাহের ম্যুরালের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করেছে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ।
বুধবার (২৩ ডিসেম্বর) ছেঁউড়িয়া দবির মোল্লার রেলগেট এলাকায় কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহা সড়কের পাশে স্থাপিত বাউল সম্রাট ফকির লালন শাহের ম্যুরালের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়।
জানা গেছে, কুষ্টিয়া শহরের বাউল সম্রাট লালন শাহের মাজারের প্রবেশপথে ছেঁউড়িয়া দবির মোল্লার রেলগেট এলাকায় লালন সাঁইজির স্মৃতি বিজড়িত ম্যুরালে নির্মাণ করেছেন কুমারখালী উপজেলা পরিষদ।
কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান রিন্টু বলেন, বাউল সম্রাট ফকির লালন শাহ আমাদের কুমারখালী বাসীর গর্ব। লালন শাহের নাম সারা বিশ্বে ছড়িয়ে আছে। তার ম্যুরালের নিরাপত্তা রক্ষায় আমরা সিসি ক্যামেরা স্থাপন করলাম, এখন কোনো নাশকতার ঘটনা ঘটলে সহজেই উদঘাটন করা যাবে।
কুমারখালী চাপডা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের সিসি ক্যামেরা স্থাপন একটি যুগোপযোগী সিদ্ধান্ত। সিসি ক্যামেরা স্থাপন করায় জননন্দিত চেয়ারম্যান মনির হাসান রিন্টুকে ধন্যবাদ জানাই সাধারণ জনগণ।
Posted ১২:২২ অপরাহ্ণ | বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor