বাদশাহ্ এমপি’র দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখছেন সরকার মোঃ মাহবুব মনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের বিজয়ের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে ” গনতন্ত্রের বিজয় দিবস” পালন করে দৌলতপুর উপজেলার আওয়ামী পরিবার।
গাতকাল শুক্রবার বিকেল ৩ টায় পি এস এস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সরকার মোঃ মাহবুব মনি, বলেন, সর্বশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে ব্যালটের মাধ্যমে আওয়ামীলীগের পক্ষে নৌকা প্রতীকে গণরায় প্রদান করে। স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, ১৫ আগস্ট, জেলহত্যা ও ২১ আগস্টের খুনি, সন্ত্রাস জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক অপশক্তিকে সরাসরি প্রত্যাখান করে দেশের জনগণ।
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক গণতান্ত্রিক মূল্যবোধে উচ্চাসিত সমাজ গঠনে বদ্ধপরিকর। আওয়ামীলীগের নেতৃত্বে বাংলাদেশ যখন ধারাবাহিক অগ্রগতির মধ্য দিয়ে কাঙ্ক্ষিত অভিষ্ঠে এগিয়ে চলছে, তখনই একাত্তরের পরাজিত অপশক্তি বাংলাদেশের অগ্রযাত্রা ও গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করার নানারকম যড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
Posted ৪:০৮ পূর্বাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor