খালিদ হাসান রিংকু
বাদশা-মাহমুদা সিদ্দিকা বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিদিনের কুষ্টিয়া
এক সাথে একই বন্ধন এ আবদ্ধ তারা। দেখতে দেখতে কেটে গেছে ২৭ টি বছর। দাম্পত্য জীবনে তিন সন্তানের জনক-জননী তারা। বলছি-‘দৌলতপুরের গণমানুষের নেতা আঃ কাঃ ম সরওয়ার জাহান বাদশা দম্পতির কথা। স্ত্রী ও সন্তানদের নিয়ে সুখের সংসার তাদের। এ দম্পতির (বাদশা-মাহমুদা সিদ্দিকা) ১৪ অক্টম্বর ছিল ২৭তম বিবাহবার্ষিকী। এইদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিদিনের কুষ্টিয়া নিউজের পরিবার।
মানিক নামে এক ভক্ত ফেসবুকে লিখেছেন-‘শুভ বিবাহবার্ষিকী ভাই-ভাবি।’ রিংকু লিখেছেন-‘দৌলতপুর তথা পাঁচ লক্ষ মানুষের মধ্যমনি ও গর্ব, ‘ বাদশা মাহমুদা সিদ্দিকার শুভ বিবাহবার্ষিকী। শুভ হোক আগামীর দিনগুলি।’
এদিকে,বাদশা ও তার পরিবার কখনোই বিবাহবার্ষিকী এবং জন্মদিন ধুমধাম করে পালন করেন না। এক্ষেত্রে সবার কাছে দোয়া চেয়েছেন তারা। বাদশা-মাহমুদা সিদ্দিকা দাম্পত্য জীবনে দুই ছেলে এবং একটি কন্যা সন্তান রয়েছে।
Posted ১:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
protidinerkushtia.com | editor