মাসুম বিল্লাহ, মনিরামপুর প্রতিনিধি :
যশোরের মনিরামপুরের বাসুদেবপুর এখন নার্সারি ব্যবসায়ীদের জন্য অনুকূল স্থান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাগান করার জন্য আগ্রহী ব্যক্তিগন প্রতিদিন ট্রাকভর্তি করে চারা গাছ নিয়ে যাচ্ছে। পুরস্কারপ্রাপ্ত চারা ব্যবসায়ী বাসুদেবপুরের অর্পন নার্সারির মালিক মহাদেব বিশ্বাস (52) এর সাথে কথা বলে জানা যায় যে এ বছর তারা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চারা গাছ উৎপাদন করেছেন কিন্তু Covid-19 এর কারণে বিক্রি কম। সাগর নার্সারির মালিক বসুদেব বিশ্বাস (32) বলেন বরসা সিজনে বিক্রি বেশি হয় কিন্তু বাইরের ক্রেতা কম আসছে চারাগাছ কিনতে তাই আমরা online এ চারাগাছ বিক্রি করছি। চারাগাছ ক্রেতা মনিরামপুরের কাশীপুর গ্রামের শামীম গোলদার(21) এর সাথে কথা বলে জানা যায় যে বাসুদেবপুরে চারাগাছের দাম অনেক কম তাই তিনি এখানে এসেছেন চারাগাছ কিনতে।
Posted ৭:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque