হিলি সীমান্তের ঘাসুড়িয়া গ্রামের অসহায় রোস্তম আলি আর পাঁচবিবি সীমান্তের আটাপাড়ার হতদরিদ্র জহুরুল ইসলামকে অটোভ্যান প্রদান করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে হিলি সীমান্তের মংলা ক্যাম্প ও পাঁচবিবি সীমান্তের আটাপাড়া ক্যাম্পে দুইজন অসহায় ব্যক্তির মাঝে দুইটি অটোচার্জার ভ্যান বিতরণ করেন জয়পুরহাট ২০ বিজিবি।
এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট ২০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল ফেরদৌস রহমান টিটো, ক্যাম্পের সুবেদার সহ স্থানীয় ইউপি সদস্য ছানোয়ার হোসেন।
রোস্তম আলি বলেন, বিজিবি মোক ভ্যানগাড়ি দিলি, মোর আর কোন অভাব হোবে না। মোর দুই ছেলে দুই মেয়ে। সংসারে অভাব লেগেই আছে। ভাড়া ভ্যান চালাই,এতে করে মোর ছোলপল নিয়ে সংসার চলে না। বিজিবি’র স্যার মোক এ্যামনি (দান করল) ভ্যান দিলি। এখন ভ্যান চালে সংসার চালাতে আর কষ্ট হোবে না।
জয়পুরহাট ২০ বিজিবি’র অধিনায়ক ফেরদৌস রহমান টিটো বলেন, বিদ্যানন্দা ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা সীমান্তের অসহায় হতদরিদ্র মানুষদের সহযোগিতা করে আসছি। করোনা চালাকালীন সীমান্তের অনেক ক্ষুধার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। বর্তমান আমরা অসহায় ও কর্মহীন মানুষকে ভ্যান প্রদান করলাম।
তিনি আরও বলেন, কয়েকদিন আগে কয়েকজন কর্মহীন মহিলার মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।