মহান বিজয় দিবস উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সর্বস্তরের জনগণ ও নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি।
সোমবার(১৪ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন। বিজয় দিবস উপলক্ষে ইতিমধ্যে দৌলতপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যানার-ফেস্টুন সজ্জিত আছে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ”মহান বিজয় দিবস উপলক্ষে আমার নির্বাচনী এলাকা -৭৫ কুষ্টিয়া -১ এর দৌলতপুর উপজেলার জনগণ কে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙ্গালি জাতি ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাড়িয়েছিল। তার ই ধারাবাহিকতায় ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
মহান বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে আমি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ায় তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এদেশ সুখি সমৃদ্ধ স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে।
আমি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করি এবং আমার নির্বাচনী এলাকার সুখ, সমৃদ্ধি ও সাফল্য কামনা করি।”
Posted ৭:৩৮ অপরাহ্ণ | সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor