আকরাম হোসেন, দৌলতপুর প্রতিনিধি।
বিজয় দিবসের সকালে তার নিজ নির্বাচনীয় এলাকায় সংসদ সদস্যের ক্ষুদে বার্তায় শুভেচ্ছা বার্তায় বাড়তি খুশি যোগ করেছে দৌলতপুর উপজেলার সকল মানুষের মধ্যে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২০ এ কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় এক লাখ মানুষকে এই ক্ষুদে বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্য আঃ কাঃ ম সরওয়ার জাহান বাদশাহ্ এমপি । এমপি বাদশার স্ব-নামে পাঠানো এক ক্ষুদে বার্তায় মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়।
এ প্রসঙ্গে বাদশাহ্ এমপি বলেন এই করোনা কালে ডিজিটাল বাংলাদেশের সুফল কাজে লাগানোর চেষ্টা করেছি,যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে মহান এই দিনটি উৎযাপন করতে হয়েছে। দৌলতপুরের সর্বস্তরের মানুষ কে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাতেই এই প্রচেষ্টা। দিনভর প্রশাসনিক ও সাংগঠনিক নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দিনটি উৎযাপন করেছি আমরা। ১৬ ডিসেম্বর দৌলতপুরের প্রায় ১ লাখ গ্রামীণফোন ব্যবহারকারী এই ক্ষুদে বার্তা পেয়েছেন বলে জানা গেছে।
Posted ৩:১০ অপরাহ্ণ | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor