দৌলতপুর প্রতিনিধি
বি এনপি নেতা বাচ্চু মোল্লা অসুস্থ,, দেশবাসীর কাছে দোয়া চাইলেন মন্টি
বিএনপি নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সিনিঃ সহ-সভাপতি, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ সদস্য
রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত কাল রাতে রাজধানী ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
সাবেক ছাত্রদল নেতা
মর্তুজা আহম্মেদ মন্টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্টি জানান রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা গত দুদিন ধরে জ্বর ও শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া পপুলার হাসপাতালে নেওয়া হয়, অবস্থা বেশি খারাপ হওয়ায় দুপুরে তাঁকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, তাঁকে এখন স্যালাইন দিয়ে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি ডেঙ্গু ও ডায়বেটিজ সমস্যায় ভূগছেন।
আপাতত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি থাকবেন।
পরিবারের পক্ষ থেকে বাচ্চু মোল্লার বড় ছেলে আসিফ রেজা শিশির মোল্লা দৌলতপুর বাসীর কাছে দোয়া চেয়েছে। সে সাথে দেশবাসীর কাছে দোয়া চাইলেন সাবেক ছাত্রদল নেতা
মর্তুজা আহম্মেদ মন্টি।
এদিকে খলিসাকুন্ডি, দৌলতপুর, তারাগুনিয়া সহ বিভিন্ন স্থানে বাচ্চু মোল্লার রোগ মুক্তি চেয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Posted ১০:০০ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ মে ২০২২
protidinerkushtia.com | editor