বীরমুক্তিযোদ্ধা, বীরবিক্রম আব্দুল খালেক’কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাজশাহীর চাঁপালে দাফন করা হয়েছে।
গোদাগাড়ী রাজশাহীর চাঁপালে জন্মগ্রহণকারী এ বীরমুক্তিযোদ্ধা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল রাত ৩ টার দিকে ইন্তেকাল করেন।
তৎকালীন পাকিস্তান নৌবাহিনীতে যোদগান করে করাচিতে অবস্থানকালীন দূরদর্শিতার পরিচয় দিয়ে তিনি ১৯৭১ ইং সালের স্বাধীনতা যুদ্ধের পটভূমি লগ্নে তার মাতৃভূমি বাংলাদেশ’র রাজশাহীতে এসে ৭ নং সেক্টরের অধীনে পাকিস্তানী সেনাদের বিরুদ্ধে এ অঞ্চলের বিভিন্ন এলাকার অপারেশন ও সম্মুখ যুদ্ধে নেতৃত্বদেন ও যুদ্ধ করেন।
স্বাধীনতা যুদ্ধে তার বীরত্তের অবদান স্বরুপ তৎকালীন সরকার তাকে বীরবিক্রম উপাধিতে ভূষিত করেন।
এ মহান মুক্তিযোদ্ধা আত্ম প্রচারকারী না হওয়ায় তৎকালীন গেজেট তার ঠিকানা বিহীন নাম লিখিত ছিল বলে জানা যায়। বাংলাদেশ সরকার এ বছর ৬ জুন সংশোধিত গেজেটে তার পূর্ণ ঠিকানা লিখিত পূর্বক তা প্রকাশ করে তার অসম্পুর্ণ মর্যাদাকে পূর্ণতা দেন বলে সূত্রে প্রকাশ।
আজ বৃহস্পতিবার দুপুরের পর তাকে গোদাগাড়ী রাজশাহীর চাঁপাল এলাকায় তার নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য এ প্রতিবেদক’রপিতা ফ্লাইট সার্জেন্ট একেএম সিকান্দার’র সাথে তৎকালীন পাকিস্তানে তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণেরর রুপরেখা তৈরী করেছিলেন। তার এ মৃত্যুতে রাজশাহী সহ দেশবাসী শোকাহত বলে স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন।
Posted ১২:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
protidinerkushtia.com | faroque