বৃহস্পতিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

বীর বিক্রম আবদুল খালেকের পরিবারের পাশে নৌবাহিনী

বীর বিক্রম আবদুল খালেকের পরিবারের পাশে নৌবাহিনী

দেশ স্বাধীন হওয়ার প্রায় ৫০ বছর পরে রাজশাহীর গোদাগাড়ীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর বিক্রম আবদুল খালেকের মৃত্যুর পর নৌবাহিনীর পক্ষ থেকে তার স্ত্রী মাসুরা বেগমের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।


আজ বুধবার (২৬ আগস্ট) বিকেলে নৌবাহিনীর কমান্ডার মঞ্জুর এই চেক হস্তান্তর করেন।

আবদুল খালেক নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন। তার স্ত্রীর হাতে চেক হস্তান্তরের সময় উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান আক্তারসহ স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। নৌবাহিনীর কমান্ডার মঞ্জুরসহ তারা মুক্তিযোদ্ধা আবদুল খালেকের কবর জিয়ারত করেন।

 


মুক্তিযোদ্ধা আবদুল খালেকের বাড়ি উপজেলার চাপাল গ্রামে। তিনি ১৯৬৩ সালের ১ জুন নৌবাহিনীতে যোগদান করেছিলেন। ১৯৬৯ সালে স্বেচ্ছায় অবসরগ্রহণ করেন। তিনি সাত নম্বর সেক্টরে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। গোদাগাড়ীর খেতুর গ্রামের শত্রুবাহিনীর একটি ক্যাম্প ধ্বংস করার সময় তাঁর বুকে গুলি লাগে।

মুক্তিযুদ্ধে এই অসামান্য অবদানের জন্য তাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। গত ৩০ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তার আগে গত ৬ জুন নতুন প্রকাশিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের গেজেটে তার নাম ওঠে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।


Facebook Comments Box

Posted ১:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২৬ আগস্ট ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!