রাজশাহী গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী ইউনিয়ন বটতলার এলাকার কুচরামোজার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন(৭৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ১১জুলাই মঙ্গলবার সকাল ৯ টায় সময় গোদাগাড়ী মডেল থানার পুলিশের একদল চৌকস পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃআলমগীর হোসেন, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার ,গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি চৌকস দল সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।
তার মৃত্যুতে গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ গভীরভাবে শোক প্রকাশ করেন।
শেষে শোকাহত পরিবারের প্রতি গোদাগাড়ী মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ হতে ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী তার পরিবারের নিকট চার হাজার টাকা তুলে দেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন।
Posted ৭:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque