কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আজগার আলী বিশ্বাসের মৃত্যুতে আওয়ামীলীগের উপদেষ্টা রাশিদুল আলম, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা পৃথক পৃথক শোক জানিয়েছেন। শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আজগার আলী বিশ্বাস ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন নিবেদিত প্রাণ কর্মী। তিনি ছিলেন আজীবন আওয়ামীলীগের ত্যাগী ও পরীক্ষিত তৃণমুল নেতা। তার মত সৎ ও পরিশ্রমী কর্মীর শূন্যতা সহজে পূরণ হবার নয়। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বার্তাপ্রেরক- রাশেদুল ইসলাম বিপ্লব, তথ্য ও গবেষণা সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল ১১ঃ৩০ মিনিটে শেরপুর দক্ষিণ মাঠ সরকারি গোরস্থানে অনুষ্ঠিত হবে।
Posted ৩:৪৩ অপরাহ্ণ | শনিবার, ০৬ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor