মোঃগোলাম কিবরিয়া (জিবন), প্রতিদিনের কুষ্টিয়া
ফাইল ফটো
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের সাহেবনগর গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা শরফ উদ্দিন টিপুর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জননেতা মাহবুব-উল আলম হানিফ এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
সদ্য প্রয়াত বীরমুক্তিযোদ্ধা শরফ উদ্দীন টিপু
শোকবার্তায় তিনি বলেন, প্রয়াত শরফ উদ্দিন টিপু ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে জীবনকে তুচ্ছ ভেবে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশমাতৃকাকে স্বাধীন করতে বলিষ্ঠ ভুমিকা রেখেছিলেন। বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত প্রাণ সৈনিক শরফ উদ্দিন টিপুর মৃত্যুতে দেশ একজন পরীক্ষিত দেশপ্রেমিককে হারালো।
জননেতা মাহবুব-উল আলম হানিফ এমপি বীর মুক্তিযোদ্ধা শরফ উদ্দিন টিপুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সরফ উদ্দীন টিপু গত রাত ১০.০০ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Posted ১১:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ মে ২০২১
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)