সুমন মাহামুদ
বেতন বৈষম্য নিরসনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কুষ্টিয়ার মিরপুরে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীসহ কর্মরত ৩৮জন কর্মবিরতী পালন করেছেন।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মবিরতি পালন করা হয়।
মিরপুর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. সানাউল্লাহ ও মিরপুর উপজেলা স্বাস্থ্য সহকারী মো. তরিকুল ইসলাম অভিন্ন দাবি জানান।
তারা বলেন- স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরোশনের দাবি জানায়। দাবি পূরণ না হলে অনির্দিষ্ট কালের জন্য আমাদের কর্ম বিরতি পালন অব্যাহত থাকবে।
Posted ২:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)