তামিম হোসেন যশোর বেনাপোল প্রতিনিধি।
বেনাপোল চেকপোষ্ট কাস্টমস থেকে পন্য সামগগ্রী জব্দ
যশোরের বেনাপোল চেকপোষ্ট কাস্টমস তল্লাশী কেন্দ্র থেকে ভারতীয় গার্মেন্টস পন্য সামগ্রী জব্দ করেছে কাস্টমস সদস্যরা। বুধবার,( ৩০) ডিসেম্বর -সন্ধ্যায় এই পন্য গুলি আটক করা হয়।
কাস্টমস সূত্রে জানা যায়, একজন ভারতীয় পাসপোর্ট যাত্রী যার পাসপোর্ট নাম্বর ( U5608564) বিপুল পরিমান ভারতীয় গার্মেন্টস আইটেম পন্য সামগ্রী নিয়ে বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে আবস্থান করেছে। এমন গোপন সংবাদে কাস্টমস তল্লাসী কেন্দ্রে যাত্রীদের নজরদারিতে রাখা হয়। এমন সময় সন্দেহ ভাজন এক যাত্রীর ল্যগেজ তল্লাসি করে তার ভিতরে,ভারতীয় মদ,ফুল, মালা, শাড়ি, চুরি, ইত্যাদি, পাওয়া যায়। বেনাপোল চেকপোষ্ট কাস্টমস -(ইনেসপিক্টর) মো,সাইফুল ইসলাম ও আসিস কুমার সিকদার, বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত পন্য সামগ্রী বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেওয়া হবে।
Posted ৩:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor