রাজু আহাম্মেদ -দৌলতপুর প্রতিনিধি
বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারীদের উপস্থিততে জাতীয় পতাকা অর্ধমিত করে উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্ষম শুরু হয়।
বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসটি সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোহাঃ মহররম হোসেন স্যার ১৫ই আগস্ট ১৯৭৫ সালের নির্মম ঘটনার তাৎপর্য আলোচনা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
এবং বলেন যতদিন রবে পদ্মা যমুনা গৌরি মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমারশেখ মুজিবুর রহমানদিকে দিকে আজ রক্তগঙ্গাঅশ্রুগঙ্গা বহমানতবু নাহি ভয় হবে হবে জয় জয় মুজিবুর রহমান।
১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। ১৫ই আগস্ট ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Posted ৭:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor