প্রতি বছরের মতো এবারও পাঠ্য বই বিতরণ উৎসব-২০২১ পহেলা জানুয়ারি থেকে শুরু হয়েছে। করোনার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে নতুন বছর পাঠ্যপুস্তক বিতরণ ভিন্ন আঙ্গিকে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তারই অংশ হিসেবে কুষ্টিয়ার দৌলতপুরের ঐতিহ্যপূর্ণ বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বই উৎসব উদযাপিত হয়েছে। শনিরার ০২রা জানুয়ারী সকাল ১০ ঘটিকার সময় বিদ্যালয় প্রাজ্ঞণে এই উৎসবের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি জনাব,মোঃ ফিরোজ আল মামুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ মহররম হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শওকত আলী, মোঃ আতিয়ার রহমান, সোহেল আহমেদ, সোহেল সওয়ার, আবু সাঈদ, মোহন আলী, নজরুল ইসলাম, শাহিদা আক্তিয়ারা খানম, সুলতানা রাজিয়া, মান্না ছালোয়া, রাজু আহাম্মেদ, শফিকুল ইসলাম, ম্যানিজিং কমিটির অভিভাবক সদস্য জনাব, মোঃ মমিনুল ইসলাম, অভিভাবক মোঃ আবু হেনা মোস্তফা কামালসহ অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সরকারের নিদের্শনা অনুসারে প্রতি শ্রেণির বই বিতরণের জন্য ৩ দিন করে সময় দেওয়া হবে। অর্থাৎ ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ৪টি শ্রেণিতে সপ্তাহে ৩ দিন করে মোট ১২ দিন পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে। এরই প্রেক্ষিতের আজ শনিবার ৭ম শ্রেণীর শিমুল শাখার প্রায় ৭০ জন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেন প্রধান অতিথি ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। পর্যায়ক্রমে বিদ্যালয়টির ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর প্রায় ৭ শতাধিক ছাত্রছাত্রীকে করোনাকালীন সময়ে সরকারী নির্দেশনা অনুযায়ী বিনামূল্যে নতুন বই বিতরণ করা হবে।
Posted ১০:১৭ পূর্বাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor