খ্রিষ্টানদের বড়দিন উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে ৫২টি গির্জাকে অর্থ প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা হলরুমে খ্রিষ্টানদের বড়দিন উদযাপন উপলক্ষে নগদ চেক প্রদান করা হয়।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, উক্ত চেকপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু,সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হেসেন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রান বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী,অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান,আদিবাসি সমিতির সভাপতি বাবু চিত্তরঞ্জণ পাহানসহ প্রমুখ।
এসময় ৫২টি গির্জার প্রতিটি গির্জাকে ২২হাজর ৩শ ৮৩ টাকা করে মোট ১১ লক্ষ ৬৩হাজর ৯১৬ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়।