নুরআলম নাহিদ কুড়িগ্রামঃ
পাসপোর্ট ও ভিসা নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ভারতে আটক বাংলাদেশীদের ফেরতের দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার রমনা বাঁধের মোড় এলাকায় স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- নাহিদ হাসান নলেজ, আটক হানিফ ও মানিকের মা মালঞ্চ বেওয়া, খরিশ উদ্দিনের স্ত্রী রাজেদা বেগম প্রমূখ। আটকদের সবার বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলায়।
বক্তারা জানান, ভ্রমণ ভিসা নিয়ে ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন সময় চিলমারীর ২৫ নাগরিক বেড়াতে গিয়ে কেউ জেলেদের সাথে মাছ ধরার কাজ করতেন, অনেকে খামারে শ্রমিকের কাজ করতেন। করোনায় ভারতে ২য় ধাপের লকডাউনে গত ২ মে দু’টি মিনিবাসে করে আসাম রাজ্যের জোরহাট জেলা থেকে পশ্চিমবঙ্গের চেংরাবান্ধা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরার পথে ৩ মে সকালে বাহালপুর এলাকায় ধুবড়ি জেলা পুলিশ আটক করে ৫ মে তাদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির মামলা দেয়।
এরমধ্যে গত ১ জুলাই পুলিশ হেফাজতে বকুল মিয়া নামে একজন মারা যায়। চারদিন পর মরদেহ পায় পরিবার। এদিকে ভারতের জেলে বন্দি থাকাদের পরিবারগুলো দিন কাটাচ্ছে খুব কষ্টে। যারা উপার্জন করতো তারাই আটকা পড়ে আছে। তাই তাদের মুক্তি চায় পরিবারগুলো।
Posted ২:৩৬ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque