শিপন আলী
ভেড়ামারায় সাপের কামড়ে এক গৃহবধুর মৃত্যূ
শিপন আলী স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বানুতলা গ্রামের আরজিনা খাতুন (৩৭)
বিষধর কুলিম সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
সোমবার ভোরের দিকে টয়লেটে যাওয়ার সময় একটি সাপ আরজিনাকে কামড় দেয়।
নিহত আরজিনা একই এলাকার সিদ্দিক মন্ডলের স্ত্রী।
জানা গেছে, আরজিনা খাতুন ভোরে
টয়লেটে যাওয়ার সময় এই সাপটি কামড় দেয়।
প্রায় ৩০ মিনিটের অধিক সময় পর যন্ত্রনা শুরু হয়
এবং অবস্থা বেগতিক হলে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরজিনা খাতুনকে মৃত ঘোষনা করেন।
পরে বাড়ীতে ওঝা এসে সাপটি উদ্ধার করেন।
Posted ৩:৪৪ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুন ২০২৪
protidinerkushtia.com | editor