অস্ত্র ও মাদক সহ একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বিষুকে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালালের নেতৃত্বে এসআই আবু সাঈদ সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সন্ত্রাসী বিষুকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ভেড়ামারা থানার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বিষু দক্ষিণ রেলগেট সংলগ্ন এলাকায় গোপন বৈঠক করছে।
এই সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালালের নেতৃত্বে থানার একটি অভিযানিক টিম ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় অস্ত্র ও মাদক সহ একাধিক মামলা রয়েছে। সে ভেড়ামারা পৌর’র নওদাপাড়া (পূর্ব ভেড়ামারা) এলাকার মৃত নজরুল ইসলামের পুত্র।
Posted ৫:৫৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor