কর্মীদের উপর নির্যাতনের প্রতিবাদে
ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদের পৃথক সমাবেশ।
আওয়ামী যুবলীগের কর্মীদের উপর নির্যাতনের প্রতিবাদে গতকাল বিকেলে ভেড়ামারা বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুনু, বিএমএর জেলা সভাপতি মুস্তানজিদ লোটাস, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, মিরপুর উপজেলা চেয়ারম্যান হাজ্বী মোঃ কামারুল আরেফিন । অসংখ্য নেতাকর্মী মানিকের রক্ত বৃথা যেতে পারে না। ১৬ তারিখের ভোটে নৌকার জয় ছিনিয়ে আনবে বলে ব্যক্ত করেন এবং মানিকসহ ভেড়ামারা সকল নেতা কর্মীদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অপরদিকে, জাসদ নেতা কর্মীদের উপর নির্যাতনের প্রতিবাদে গতকাল বিকেলে ভেড়ামারা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জাতীয় নারী জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা হক রীনা,বিশেষ অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপনসহ আগামী ১৬ ই জানুয়ারি ভেড়ামারা পৌরসভা নির্বাচনে জাসদ সমর্থিত মেয়র প্রার্থী আনোয়ারুল কবির টুটুল।
Posted ১২:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor