নিজস্ব প্রতিবেদক
মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কঠোর মনোভাব নিয়ে মাঠে নেমেছেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীনেশ সরকার। তিনি সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ক্রেতা-বিক্রেতার প্রতি জোরালো আহ্বান জানান।
এসময় ভেড়ামারা উপজেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জহুরুল ইসলাম, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, ডাকবাংলো ও বাবর আলী সুপার মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম মিলনসহ
অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকের জনসচেতনতামূলক এই কার্যক্রমের সময় বিভিন্ন স্থানে মাস্ক বিতরণও করা হয়।
Posted ১০:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ জুন ২০২১
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)