কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ ভেড়ামারা উপজেলায় এক বিশেষ অভিযানে ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ এক আসামীকে গ্রেফতার করেছে।
গোয়েন্দা পুলিশের এসআই মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ভেড়ামারা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ভেড়ামারার বাহিরচর ১২দাগ গ্রামস্থ জনৈক মাহবুব ইসলাম, পিতা-মৃত মনতাজ আলী সরদারের বন্ধ দোকানের সামনে দুইজন লোক মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এ সংবাদের ভিত্তিতে এসআই মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বেলা দেড়টার দিকে ওই স্থানে পৌঁছলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন লোক দ্রুত পালানোর চেষ্টাকালে পুলিশ দৌলতপুর উপজেলার মাজদিয়ার গ্রামের মৃত খবির বিশ্বাসের ছেলে মোঃ রুমন হোসেন(২২) গ্রেফতার করে।
এ সময় রুমনের সাথে অপরজন দৌলতপুর উপজেলার বৈরাগিরচর মসজিদপাড়ার মোঃ আমু মালিথার ছেলে মোঃ মোস্তফা (৩৫) দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত রুমনকে জিজ্ঞাসাবাদে সে তার ও পলাতক ব্যক্তির নাম ঠিকানা প্রকাশ করে।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মূখে পুলিশ গ্রেফতাকৃত রুমন হোসেনের দেহ তল্লাশীকালে তার ডান হাতে থাকা একটি কালো রংয়ের স্কুল/কলেজ ব্যাগের মধ্যে সাদা পলিথিন দ্বারা বিশেষভাবে বাঁধা অবস্থায় ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।
এ সংক্রান্তে এসআই মোঃ রবিউল ইসলাম বাদী হয়ে ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করলে সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়।
Posted ৬:১৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor