- ভেড়ামারায় দুই ছেলে ধরা আটক আজ মঙ্গলবার বিকালে বারোমাইলে চুনু মিয়া (৫২) যমুনা খাতুন (৪৫) নামে দুই ছেলে ধরাকে আটক করা হয়েছে।
সাত বছরের শিশু কন্যা খোদেজা ও ৫ বছরের আনজেলাকে ধরে নিয়ে যাওযার পথে সন্দেহ হলে তাদেরকে আটক করা হয়।
জানাগেছে, ভেড়ামারা শহর থেকে একটি অটো রিক্সা ভাড়া করে ১২মাইল যাচ্ছিলো এমন সময় দুই ছেলে ধরার কথাবার্তায় সন্দেহ হলে অটোরিকশা চালক বাহিরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বর ফারুক হোসেনের বাসার সামনে নিয়ে আসে এসময় মেম্বর ফারুক তাদেরকে জিজ্ঞাসা করার এক পর্যায়ে স্বীকার করতে বাধ্য হয়। এসময় দুই শিশু কন্যাকে হেফাজতে নিয়ে তাদের বাবা মায়ের কাছে খবর পাঠালে তারা ঘটনা স্থলে আসে। তারা জানায়, দুই শিশু তিন দিন ধরে নিখোঁজ ছিলো। এ ব্যাপারে মিরপুর থানায় একটি জিডি করা হয়েছিল। এদিকে শিশু খোদেজার মা রাজশাহীতে মেয়ে কে খুজতে গিয়েছে। তাদের বাড়ি পোড়াদহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে দহ গ্রামে। পরে তাদের কে মিরপুর পুলিশের হেফাজতে দিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, ছেলেধরা দুই জন স্বামী স্ত্রী তাদের বাড়ি পোড়াদহ ইউনিয়নের দহ পাড়া গ্রামে। তারা সবাই প্রতিবেশি।
Posted ৬:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque