কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ১নং ওয়ার্ড ফয়জুল্লাহপুর আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী ১০০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ।
ফয়জুল্লাহপুর আশ্রায়ন প্রকল্পে হতদরিদ্র্য প্রকল্পে বসবাসকারী ভুক্ত ভোগীদের মাঝে আজ বুধবার সকাল ১১টার সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র খাদ্যসামগ্রী উপহার হিসেবে ১০০টি পরিবারের মধ্যে ভেড়ামারা উপজেলা পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী হিসেবে মিনিকেট চাল ১০ কেজি, ডাল, আয়োডিনযুক্ত লবণ, চিনি, চিড়া, নুডুলস ও তেলসহ মোট ১৬.৫ কেজির প্যাকেট প্রকল্পে বসবাসকারীদের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহি অফিসার সোহেল মারুফ, উপজেলা সমবায় অফিসার আনিছুর রহমান, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহাম্মেদ শওকত প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অত্র উপজেলার প্রতিটি ইউনিয়নের ১০০টি প্যাকেট বরাদ্দ করা হয়েছে। যা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
Posted ৮:৫৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ এপ্রিল ২০২১
protidinerkushtia.com | editor