শোভন আহাম্মেদ, ভেড়ামারা প্রতিনিধি।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াল কালরাতে ইতিহাসের জঘন্যতম কাপুরুষোচিত হত্যাকাণ্ডে পরিবারের বেশিরভাগ সদস্যদের সঙ্গে তিনিও নির্মমভাবে নিহত হন। আজ সেই বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর ৯০ তম জন্মদিবস উদযাপন করা হয়।
৯০ তম জন্মদিবস উপলক্ষ্যে ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসারে কার্যালয়ে সীমিত পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ৮ জন মহিলাকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে উপহার হিসেবে সেলাইমেশিন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ জন মহিলাকে নগদ টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ।
Posted ৭:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor