কুষ্টিয়ার ভেড়ামারায় মসজিদ থেকে খোকন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ধরমপুর রশিদিপাড়া এলাকার নবনির্মিত একটি মসজিদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত খোকন ভেড়ামারা জগসর এলাকার আব্দুস সামাদের ছেলে।
ভেড়ামারা থানার ওসি শাহাজাল জানান, ধরমপুর রশিদিপাড়া এলাকার নবনির্মিত একটি মসজিদের মেঝেতে যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। তবে নিহত যুবকের শরীরে কোন আঘাতে টিহ্ন পাওয়া যায়নি বলে ওসি জানিয়েছেন। লাশের ময়নাতদন্তের পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।