কুষ্টিয়ার ভেড়ামারার বামনপাড়ায় শাহিন পোল্ট্রি হ্যাচারি (জাতীয় পুরস্কারপ্রাপ্ত পোল্ট্রি খামারি) দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রেললাইনের পাশ দিয়ে মোহাম্মদ আলী সড়ক নামে রাস্তাটি কাজ স্বল্প পরিসরে শুরু হয়েছে।
রাস্তার কাজের সরেজমিনে পরিদর্শন করলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিযা পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
উদ্যোক্তা আশা করেন যে রাস্তাটি পোল্ট্রি খামার পর্যন্ত স্বল্প সময়ের মধ্যে চলাচলের উপযোগী করে দেওয়ার আহবান জানান।
Posted ১২:০১ অপরাহ্ণ | রবিবার, ২৬ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor