“আমরা মানুষ গড়ি, আমরা সপ্ন সাজাই” এই শ্লোগান সামনে রেখে “সৃষ্টি মডেল একাডেমি”র যাত্রার প্রস্তুতি শুরু হলো। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়ার ভেড়ামারার দক্ষিণ রেল গেইট সংলগ্ন (পুরাতন কাস্টমস অফিস) ভবনে দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে স্কুল ভবন সংস্কারের কাজ শুরু হয়েছে।
আগামী ২০২১ শিক্ষা বর্ষে ১৬ অক্টোবর থেকে (সম্ভবত) ভর্তির কার্যক্রম শুরু হবে। মোঃ আসাদুজ্জামান জুয়েল স্যার’র পরিচালনায় একাডেমির কার্যক্রম কাজের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন। দোয়া মাহফিল পরিচালনা করেন আলিম মাদ্রাসার শিক্ষক ও বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ।
এসময় উপস্থিত ছিলেন, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল সালাম, সিনিয়র সহ সভাপতি জাহিদুল হক আলাউদ্দিন, ভেড়ামারা উপজেলা শিক্ষা সমিতির সাবেক সভাপতি মিজানুর রহমান, ইদ্রিস আলী, সাহাবুুদ্দিন পুনি, বিশিষ্ট ব্যবসায়ী এম এ মান্নান, বিসমিল্লাহ ফার্নিচারের পরিচালক মীর বকুল সুলতান শেখ, নরুল ইসলাম পুকু মেকার, সাংবাদিক আমজাদ হোসেন, আব্দুল কুদ্দুছ, সিরাজুল ইসলাম সিরাজ স্যার ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। মোঃ আসাদুজ্জামান জুয়েল সৃষ্টি মডেল একাডেমি’র জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এবং একান্ত সহযোগিতা কামনা করেছেন।
Posted ১:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | editor