শোভন আহাম্মেদ, ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা জাসদ কার্যালয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার সময় কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য, সাবেক সফল তথ্যমন্ত্রী, তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু’র ঐচ্ছিক তহবিল হতে ৩ জন কে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস. এম আনছার আলী, জাতীয় নারী জোট নেত্রী নাসিমা আলীম সাজু, ভেড়ামারা পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা কামাল মা: মোস্তফা বকুল, যুবজোট নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল কবির টুটুল প্রমুখ।
Posted ৮:১৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor