সভাপতিঃ জাহাঙ্গীর খান সাধারণ সম্পাদকঃ প্রদীপ সরকার, সাংগঠনিক সম্পাদকঃ কাজী মামুন
আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর ভেড়ামারা প্রেসক্লাবের কনফারেন্স রুমে “১৩সদস্য বিশিষ্ট ভেড়ামারা উপজেলা অনলাইন প্রেসক্লাব”র কমিটি ঘোষিত হয়েছে। কমিটিতে সভাপতি পদে জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক পদে প্রদীপ সরকার ও সাংগঠনিক সম্পাদক পদে কাজী মিজানুর রহমান মামুন মনোনিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে বাবলু মোস্তাফিজ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ফিরোজ মাহমুদ, কোষাধ্যক্ষ পদে শোভন আহমেদ, প্রচার সম্পাদক পদে বকুল কুমার দেবনাথ, দপ্তর সম্পাদক পদে রাসেল আহমেদ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস’র নাম মনোনিত করা হয়েছে। তাছাড়া অত্র কমিটির নির্বাহী সদস্য হিসেবে শাওন আফরীন, আসানুল ইসলাম বাবু, ইখলাস হোসেন বিকাশ ও সাগর হোসেন পবন’র নাম ঘোষিত হয়েছে। নবগঠিত “ভেড়ামারা উপজেলা অনলাইন প্রেসক্লাব” কমিটির অন্তর্ভুক্ত প্রায় সকলেই প্রভাবশালী বিভিন্ন অনলাইন পোর্টালের প্রকাশক-সম্পাদক বা প্রতিনিধি হিসেবে অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে তারা নিজেদের নিবেদিতপ্রাণ মিডিয়াকর্মী হিসেবে গড়ে তুলছেন। নবগঠিত ভেড়ামারা উপজেলা অনলাইন প্রেসক্লাবের সকলের প্রতি শুভকামনা।
Posted ৪:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | editor