শোভন আহাম্মেদ, ভেড়ামারা প্রতিনিধি: করোনাকালীন সময়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পাশাপাশি বন্ধ রয়েছে কোচিং সেন্টারগুলো।
আর কোচিং সেন্টারগুলো বন্ধ থাকায় শিক্ষকদের চরম হতাশার মধ্যে দিন পার করতে হচ্ছে। ঠিক কিছুটা হলেও ভেড়ামারা উপজেলার কোচিং সেন্টার শিক্ষকদের পাশে দাঁড়ালো ভেড়ামারা উপজেলা প্রশাসন।
বুধবার (২৯জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ভেড়ামারায় করোনা কালীন সময়ে উপজেলা পরিষদের অর্থায়নে কোচিং শিক্ষকদের মাঝে নগদ অর্থ প্রদান। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সোহেল মারফ, উপজেলা শিক্ষা অফিসার ফারুক আহাম্মেদ সহ সাংবাদিক বৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ বলেন, আপনারা যার যার স্থান থেকে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি নির্দেশনা সমূহ মেনে চলুন। তাহলে আমাদের উপজেলায় এ সংক্রমন থেকে রক্ষা পাওয়া যাবে।
উল্লেখ্য, ভেড়ামারার ৭৬জন কোচিং শিক্ষকদের মাঝে ২০০০হাজার টাকা করে উপজেলা পরিষদ থেকে নগদ প্রদান করা হয়।
Posted ৮:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor