কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার টানা ৩বার বিপুল ভোটে নির্বাচিত কাউন্সিলর খসরুজ্জামান ফারুক মঙ্গলবার দুপুরে মনোনয়ন পত্র দাখিল করেন।
ভেড়ামারা উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন’র কাছে মনোনয়ন পত্র দাখিল করেন, পৌরসভার ৭নং ওয়ার্ড থেকে টানা ৩বার বিপুল ভোটে নির্বাচিত কাউন্সিলর ও বর্তমান পৌর পরিষদের প্যানেল মেয়র-২, বিশিষ্ট ক্রীড়াবিদ, সমাজসেবক খসরুজ্জামান ফারুক। এসময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর নাইমুল হক, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল সাধারন সম্পাদক আরিফুজ্জামান লিপটন, মকলেছুর রহমান মিলন, সাজেদুল ইসলাম সোহেল, আব্দুল আলিম, মামুনুর রশিদ মামুন প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১৬-ই জানুয়ারি ভেড়ামারা পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
Posted ৪:১৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor