কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের উদ্যোগে সোমবার রাতে প্রেসক্লাবের হলরুমে উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফকে পদোন্নতিজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন। ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক-সম্পাদক জাহাঈীর হোসেন জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার সুযোগ্য বিদায়ী নির্বাহী অফিসার সোহেল মারুফ।
ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক হিসনা বাণী পত্রিকার প্রকাশক-সম্পাদক আরিফুজ্জামান লিপটন এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক হিসনা বাণী পত্রিকার নির্বাহী সম্পাদক, ভেড়ামারা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম দিপু খাঁন, ভেড়ামারা প্রেসক্লাবের সহ সভাপতি বাবলু মোস্তাফিজ, সহসভাপতি ওমর ফারুক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন মারুফ,সাংগঠনিক সম্পাদক ও ভেড়ামারা উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ সরকার, ভেড়ামারা উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাহাঈীর আলম খাঁন, ভেড়ামারা প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাকির হোসেন বুলবুল,সহ প্রচার সম্পাদক আলহাজ্ব এহসানুল হক সুমন, কোষাধক্ষ্য আব্দুল আলীম, দপ্তর বিষয়ক সম্পাদক জাহাঈীর আলম মিটু মৃধা, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মদন গোপাল আগরওয়ালা, সাংবাদিক রেজাউল করিম, ফয়জুল ইসলাম মিলন, ভেড়ামারা উপজেলা অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফিরোজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কাজী মিজানুর রহমান মামুন, প্রচার সম্পাদক বকুল কুমার দেবনাথ, কোষাধক্ষ্য শোভন আহম্মেদ, দপ্তর বিষয়ক সম্পাদক রাসেল আহম্মেদ, সদস্য আহসানুল হক বাবু,বিকাশ হাসান, দৈনিক হিসনা বাণী পত্রিকার স্টাফ রির্পোটার মিঠুনুর রহমান, জয় আরেফিন, জহুরুল ইসলাম, ফয়সাল আহম্মেদ ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
সংবর্ধনা শেষে ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঈীর হোসেন জুয়েল ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন বিদায়ী ইউএনও সোহেল মারুফ মহোদয়কে প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন ও ফুলেল শুভেচ্ছা জানান। এরপর বিদায়ী ইউএনও সোহেল মারুফ মহোদয়ের সাথে প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ফটোসেসন ও শুভেচ্ছা বিনিময় করেন।