ভেড়ামারা সার্কেলের সদ্য যোগদানকারী অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত করোনা পজিটিভ। সুস্থতার জন্য দোয়া প্রার্থনা।
কুষ্টিয়া ভেড়ামারা সার্কেলের এডিশনাল এসপি ইয়াসির আরাফাত কোভিড নাইনটিন পজিটিভ ফলাফল প্রাপ্ত হয়েছেন। তিনি সদ্যই এখানে যোগদান করেছেন। নবাগত হলেও মাত্র কয়েক দিন বা সপ্তাহের মধ্যেই তিনি নিজের জাত চেনাতে সক্ষম হয়েছেন। কর্মনিষ্ঠ ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহনে তৎপর দেখা গেছে তাকে। ইয়াসির আরাফাত মিডিয়া বান্ধব ও জনবান্ধব মনোভাবের সাক্ষর রেখে চলেছেন। এমতাবস্থায় এই সদা জাগ্রত হৃদয়ের এই কর্মবীরের দেহে কোভিড নাইনটিন ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে ল্যাবরেটরিতে। একজন আন্তরিক ও গণমুখী আচরনের স্থানীয় উর্ধতন এই পুলিশ অফিসারের করোনা আক্রান্ত হওয়ার খবরে আমরা উদ্বিগ্ন। উদ্বিগ্ন হওয়ার প্রথম ও প্রধান কারনটি হলো ইয়াসির আরাফাত করোনা টিকার অন্ততঃ একটি ডোজ নিয়েছেন বলে খবর আছে মিডিয়ায় কাছে। আমরা এই মহৎপ্রাণ চৌকস কর্মকর্তার সুস্থতা কামনা করি। সেই সাথে এই প্রতিবেদনের পাঠকদের কাছ থেকে জনাব ইয়াসির আরাফাত এর আশু সুস্থতার জন্য দোয়া কামনা করি। মহান রাব্বুল আলামিনের কৃপায় তিনি দ্রুত সুস্থতা ফিরে পাবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।
Posted ৬:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor